উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকায় কংগ্রেস ও তৃনমূলের মধ্যে সংঘর্ষে আহত তিন

কংগ্রেস ও তৃনমূলের মধ্যে সংঘর্ষে আহত তিন জন। দুই জন গুলি বিদ্ধ ও একজনকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। 

জানা যায়, আহত কংগ্রেস কর্মীদের নাম জাহাঙ্গীর আলম ও আব্দুল রহমান যদিও অপর জনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে একজনের গুলি লেগেছে। অপরজন ধারালো অস্ত্রের কপে গুরুতর আহত। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের গণ্ডগোল চলছিল। এদিন সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। সেই মতো সাড়ে তিনটে নাগাদ সুজালীর তৃনমূল কংগ্রেস আশ্রিত দূস্কৃতী আব্দুল ও তার ভাইয়ের নেতৃত্বে কিছু দুষ্কৃতী ওই গ্রামে ঢুকে বোমা ও গুলি চালাতে থাকে বলে অভিযোগ। সেই সঙ্গে বাড়িঘর ভাঙচুর করে লুঠপাট করে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। আহতদের তড়িঘড়ি ইসলামপুরের একটি বেসরকারি নাসিং হোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদেরকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।